জাতীয় পার্টির দশম জাতীয় কাউন্সিল উপলক্ষে সাবেক এমপি আলহাজ্ব আব্দুল গাফ্ফার বিশ্বাসকে আহবায়ক ও মোল্ল্যা শওকত হোসেন বাবুলকে সদস্য সচিব করে ২৮ সদস্যের খুলনা বিভাগীয় সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের নির্দেশে জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আলহাজ্ব শফিকুল ইসলাম সেন্টু এর অনুমোদন দেন। গতকাল বিকেলে জাপার দশম জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব স্বাক্ষরিত সাংগঠনিক সিদ্ধান্তের চিঠি সংবাদমাধ্যমে পাঠানো হয়।
পার্টির কেন্দ্রীয় জাতীয় সম্মেলন বাস্তবায়নে ২৮ সদস্যের কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন সাবেক এমপি মো. মোক্তার হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুন, এ্যাড. এ. কে. এম. আকরাম হোসেন, এ্যাড. এস এম মাসুদুর রহমান। এছাড়া সদস্য হিসেবে আছেন মো. মোসলেম আলী, এ্যাড. রতন কুমার মিত্র জীবন, শিকদার মো. আলমগীর কবীর, মোতোয়ালী শেখ, বাবু নারায়ন সরকার, এ্যাড. সাজ্জাদ হোসেন সেনা, মো. তৌহিদুজ্জামান বাচ্চু মন্ডল, মো. আব্দুর রাজ্জাক, মো. হাসান মিয়া, মো. আব্দুর রহমান বাদল চাকলাদার, মো. আনিসুর রহমান লিটু, এ্যাড. প্রশান্ত কুমার বিশ্বাস, মো. আকবার আলী মাস্টার, শরীফ মোহাম্মদ শাহজাহান, এ্যাড. এস এম ইমদাদুল হক, মো. তৌহিদুর রহমান, মো. লুৎফর রহমান, এ্যাড. মো. মিজানুর রহমান, এ্যাড. মো. মিজানুর রহমান, মো. রিয়াজ উদ্দিন হাওলাদার, এস এম ফয়েজ প্রমূখ।
এতে বলা হয়েছে, গঠিত খুলনা বিভাগীয় জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটি আসন্ন ৯ মার্চ অনুষ্ঠেয় জাতীয় পার্টির কেন্দ্রীয় দশম জাতীয় কাউন্সিল সফল করার জন্য প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। কমিটি প্রয়োজন মনে করলে অনুমোদন সাপেক্ষ বিভাগ থেকে এতে আরো সদস্য অন্তর্ভূক্ত করতে পারবে।
সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও দলের প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু আরো জানান, সফল ভাবে জাতীয় কাউন্সিল শেষে বিভাগীয় পর্যায়ে গঠিত এই কমিটি বিলুপ্ত বলে বিবেচিত হবে।
ADDVERTISE HERE 728 x 90 1