বটিয়াঘাটার গাওঘরা এলাকার চরডাঙ্গা গ্রামের আমিনুর শেখ হত্যাকান্ডের আসামীদের ফাঁসির দাবীতে গতকাল সোমবার দুপুরে উপজেলা সদরে গ্রামবাসীদের পক্ষ থেকে এক বিরাট মিছিল বের হয়। সহস্রাধিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করে। সজিনা চুরিতে বাধা দেওয়ায় গত মঙ্গলবার রাতে কালাম,শাহীন,নয়ন,ফারুক,বিল্টু,আলামীন,মুনসুর,ফরিদ সংঘবন্ধ ভাবে আঘাত করে হত্যা করে। পুলিশ এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে। মিছিলে নেতৃত্ব দেন মুন্নাফ বিশ্বাস, মাসুদ বিশ্বাস, রবীন্দ্রনাথ মন্ডল, জাহাতাপ বিশ্বাস, বিপ্লব শেখ, মিন্টু শেখ, জিয়াউর রহমান, আল-আমীন গোলদার, আমানুল্লাহ বিশ্বাস, প্রমুখ।
মানববন্ধনের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর খুনিদের ফাঁসির দাবিতে এবং খুনিদের মদদদাতাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির জন্য একটি স্মারকলিপি দেয়।