খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী’র নিজস্ব অর্থায়নে রূপসা উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৪টায় রূপসার বাগমারাস্থ সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ভার্চ্যুয়ালে প্রধান অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সালাম মূর্শেদী। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যেকটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় আসায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সকল অসমাপ্ত কাজ সম্পন্ন হবে। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপসা-তেরখাদা-দিঘলিয়াবাসী নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করেছেন। বাকিটা জীবন তিনি তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষের পাশে থাকতে চান।’
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন, আইচগাতী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ। উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে ও জেলা শ্রমিক লীগের সদস্য হায়দার আলী খানের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ কবির শেখ, নৈহাটী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি জাহিদ হাসান, ছাত্রলীগ নেতা মোঃ রাসেল, নোমান সৈকত, বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হাওলাদার, শ্রমিক লীগ নেতা এসএম সোহেল হোসেন লিটন, মোঃ ইসহাক শেখ, মোঃ লিটু বিশ্বাস, আবুল হাসান হাওলাদার, মোঃ জিরু শেখ, জসিম উদ্দিন, মোঃ মাসুদ, গোলাম রসুল, মোঃ কবির শেখ, ইউছুফ শেখ, নারী নেত্রী চম্পা বেগম, ফজিলা বেগম, সালমা বেগম, সিমা খাতুন, সোনা বেগম, মুক্তা খাতুন, হাসি বেগম, রেখা বেগম, রাশিদা বেগম, রুনা বেগম, খুশি খাতুন, জোসনা, আনজিরা বেগম, সেতারা বেগম, পারভীন বেগম, রহিমা বেগম প্রমুখ। #
ADDVERTISE HERE 728 x 90 1