প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় আগমণ এবং যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খানজাহান আলী থানা যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মষুচি পালন করেছে। আগামী ১৩ নভেম্বর সোমবার খুলনায় জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক জনসভা সফল করতে গতকাল শনিবার মাগরিববাদ ফুলবাড়ীগেট বাসস্টান্ড থেকে খানজাহান আলী থানা যুবলীগ ও থানার অন্তরগত ৫টি ওয়ার্ড যুবলীগের যৌথ উদ্যোগে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের মাইলপোস্ট, মানিকতলা, বাদামতলাসহ গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট বাসস্টান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। মিছিল পরবর্তি সমাবেশ খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকনের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকিরের সঞ্চালনায় বক্তৃতা করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন খানজাহান আলী থানা শাখার সভাপতি ইউসুফ আলী খলিফা, জেলা পরিষদের সদস্য ও থানা জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম বাবু, ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, আ’লীগ নেতা আবু হেনা বাবলু, হোসেন আলী হাওলাদার, মোড়ল মুজিবর রহমান, তরিকুজ্জামান মনির, সোহেল চৌধরী, আলামিন, যুবলীগ নেতা জাহিদ আল মামুন। এ সময় ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, শাহ হাফিজুর রহমান, মনির হোসেন শেখ তরিকুল ইসলাম, যুবলীগ নেতা আলামিন, রুবেল, সাবেক মেম্বর মোস্তাফিজুর রহমান মোস্তাক, শহিদুল ্ইসলাম, মনিরুল ইসলাম, আব্দুল কাদের, তৈয়বুর রহমান লিটন মো. হানিফ, নজরুল ইসলাম, রেজাউল ইসলামসহ থানা ও ওয়ার্ড আ’লীগ, যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিল। পরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেকে কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন খানজাহান আলী থানা যুবলীগ ও থানার অন্তরগত ৫টি ওয়ার্ড যুবলীগ।
ADDVERTISE HERE 728 x 90 1