দলিত জনগোষ্ঠীর সামাজিক ক্ষমতায়ন এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল এর কারিগরী সহযোগীতায়, ইউএসএইড এর অর্থায়নে এবং ওয়ার্কিং গ্রæপ ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস -২০২৪ উদযাপন করেন। দিবসটি র্যালি, মানববন্ধন ও পথনাটকের মধ্য দিয়ে উদযাপিত হয়। আজ বুধবার সকাল ১০:৩০ ঘটিকায় খুলনার ৬ নং ঘাট আশরাফমামুর মাজার সংলগ্ন সড়কে এ দিবসটি উদযাপন করা হয়। উক্ত দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষবহধ ঞধহংবু, পরিচালক, গণতন্ত্র, মানবাধিকার এবং শাসন কার্যালয়, ইউএসএইড, বাংলাদেশ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার দাস, নির্বাহী পরিচালক, দলিত।
র্যালি ও মানববন্ধনে দলিত হরিজনদের বিভিন্ন দাবিতে মুখরিত ছিল। এর মধ্য দলিতদের অন্যতম দাবি ছিলো বৈষম্যহীন সমাজ ব্যবস্থার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা করা, সংখ্যালঘু কমিশন গঠন করা, বৈষম্য বিলোপ আইন পাস, দলিত হরিজনদের জন্য স্থায়ী আবাসন, শিক্ষা ইত্যাদি। এ র্যালি, মানববন্ধন ও পথনাটকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমনা বিনতে মাসুদ, প্রোজেক্ট ম্যনেজমেন্ট স্পেশালিস্ট, ইউএসএইড, বাংলাদেশ, রুমানা আমিন, প্রোজেক্ট ম্যনেজমেন্ট স্পেশালিস্ট, ইউএসএইড, মঞ্জুরে এলাহী সুমন, ডেপুটি চিপ অফ পার্টি, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, মেহেদী হাসান, প্রোগ্রাম স্পেশালিস্ট, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ইফফাত জেরিন,অ্যাডভোকেসি স্পেশালিস্ট, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনাল, ঢাকা। এছাড়াও উপস্থিত ছিলেন ইসরাত নূয়েরী হোসেন, প্রকল্প ব্যবস্থাপক, সেইড প্রকল্প, বিকাশ কুমার দাস, হেড অব প্রোগ্রাম, দলিত, প্রদীপ কুমার দাস, অ্যাকাউন্টস এন্ড অ্যাডমিন অফিসার, দলিত, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ।
ADDVERTISE HERE 728 x 90 1