প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় আগমন উপলক্ষে সমস্ত খুলনা মহানগরী জুড়ে সাজ সাজ রব বিরজমান। খুলনার আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানন্ত্রীর খুলনার বিভাগীয় জনসভা সাফল্যমন্ডিত করতে নেতাকর্মীবৃন্দ দফায় দফায় প্রস্তুতি সভা, আনন্দ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি করছেন। তারই ধারাবাহিকতায় খুলনা মহানগর যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহবায়ক নাসরিন ইসলাম তন্দ্রার উদ্যোগে ভ্যানগাড়ী যোগে এক আনন্দ মিছিল করা হয়। শতাধিক ভ্যান গাড়ী যোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে শনিবার বিকাল ৩ টায় তন্দ্রার নেতৃত্বে নগরীর ছোট বয়রাস্থ পাবলিক কলেজের সামনে থেকে শুরু হয়ে বয়রা মহিলা কলেজ মোড়, নুরনগর রেডিও সেন্টার, জোড়াগেট, শিববাড়ী মোড়, ডাকবাংলা হয়ে র্যালিটি শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে এসে শেষ করে হাদিস পার্কে পথসভায় তারা সংক্ষিপ্ত আলোচনা শেষে ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে নেতৃবৃন্দ নেচে গেয়ে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগতম ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দলীয় নেতৃবৃন্দরা যে খুবই ফুরফুরে মেজাজে আছেন, সেটা তাদের এই উৎসবেই বোঝা যায়। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আফসানা ফেরদৌসী কেকা, আফরোজা জেসমিন বিথী, আরবিনা শিকদার লাচ্চি, জেসমিন আরা লাকি, মাহাবুবা আক্তার সুমি, নাজমা হোসেন, লাভলী হোসেন, আরফিন রুমি, ঝুনু, ময়না, তাসলিমা, সোনিয়া, শান্তা, সাদিয়া, জেরিন, ছামিয়া, প্রিয়া, শিউলী, মিতা, সালমা সহ আরও অনেকে।
ADDVERTISE HERE 728 x 90 1