চোখের সর্বাধুনিক সেবা নিয়ে নগরীতে ফোকাস আই হসপিটাল’র যাত্রা শুরু
ADDVERTISE HERE 728 x 90
জন্মভূমি রিপোর্ট
চোখের সর্বাধুনিক বিশেষায়িত সেবা নিয়ে নগরীতে ফোকাস আই হসপিটাল’র উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল পাঁচটায় কেডিএ এভিনিউ রোডের সাথী কমপ্লেক্সের এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমএ সাধারণ সম্পাদক ও খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ। এসময় তিনি কেক কেটে হাসপাতাল উদ্ধোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, আদ্ব-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের চক্ষু বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ মোঃ আরিফ হায়াত খান পাঠান, খুমেকের সহকারি অধ্যাপক ডাঃ মোঃ এমরান ইসলাম আবির, লায়ন্স আই ইনস্টিটিউট এন্ড হসপিটালের গøুকোমা বিশেষজ্ঞ এন্ড ফ্যাকো সার্জন অধ্যাপক ড. এস এম রেজওয়ান রাজু, খুমেকের কনসালটেন্ট ডাঃ মোঃ মাকসুদে মাওলা। ডাঃ শিমুল চক্রবর্তী সঞ্চালনায় উদ্ধোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যানেজিং ডিরেক্টর ডাঃ শেখ হাসিবুল ইসলাম।