খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী পেশাজীবী কর্মচারীদের সমন্বয়ে গণতান্ত্রিক কর্মচারী পরিষদ গঠন করা হয়েছে। কমিটিতে রেজিস্ট্রার কার্যালয়ের একাডেমিক শাখার কম্পিউটার টাইপিস্ট মো. মাহমুদুল হাসান (শাওন) কে সভাপতি ও শিক্ষা শাখার কম্পিউটার টাইপিস্ট রেফাজুল শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় কৃষি বিশ্ববিদ্যালয়ের দৌলতপুরস্থ ক্যাম্পাসে বিপুল সংখ্যক কর্মচারীদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়। আগামী ৩০ দিনের মধ্যে এ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।