প্রধানমন্ত্রীর খুলনায় আগমণ উপলক্ষে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল
খানজাহান আলী থানা প্রতিনিধি
2023-11-11
????
ADDVERTISE HERE 728 x 90
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় আগমন এবং আগামী ১৩ নভেম্বর সোমবার খুলনার ঐতিহাসিক জনসভা সফল করতে কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত। গতকাল শনিবার মাগরিববাদ ফুলবাড়ীগেটস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ও কেসিসি ২নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল। খানজাহান আলী থানা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো .সেলিম রেজার সঞ্চালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্ঠা গোলাম মোস্তফা, থানা আওয়ামী লীগ নেতা মো. শাকিল আহমেদ, ওয়ার্ড আ’লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শিকদার, সায়েদুর রহমান, থানা যুবলীগের যুগ্ন আহবায়ক অলিয়ার রহমান রাজু, থানা মহিলা আ’লীগের নেত্রী এ্যাড. নার্গিস খানম, আবু নাঈম, আ’লীগ নেতা লিয়াকত মুন্সি, নাসির উদ্দিন , কামাল মুন্সি, ইসমাইল হোসেন ইমন, নিলা নাছির, শানু বেগম, রবিউল ইসলাম, আব্দুল আওয়াল, আওলাদ হোসেন, সাথি বেগম প্রমুখ নেতৃবৃন্দ। প্রস্তুতি সভা শেষে ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেটের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ীগেট দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রস্তুত সভা ও আনন্দ মিছিলে খানজাহান আলী থানা, কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও ইউনিট আওয়ামী লীগ এবং অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী উপস্থিত ছিল।