ডুমুরিয়ায় আত্মানির্ভরশীল দলের সাথে ই-কমার্সের অহিতকরন সভা
ডুমুরিয়া প্রতিনিধি
2024-03-19
ডুমুরিয়ায় আত্মানির্ভরশীল দলের সাথে ই-কমার্সের অহিতকরন সভা
ADDVERTISE HERE 728 x 90
ডুমুরিয়ায় বেসরকারি মানব উন্নয়ন সংস্থা দলিতের আয়োজনে ও খ্রীশ্চিয়ান এইড বাংলাদেশের সহযোগিতায় প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে অনগ্রসর দলিত জনগোষ্ঠীর জীবিকা উন্নয়নের লক্ষ্যে আত্মানির্ভরশীল দলের সাথে ই-কমার্সের অহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার চুকনগর দলিত হাসপাতাল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব প্রকল্প প্রধান বিকাশ কুমার দাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার। এ সময় সংস্থার কার্যক্রম ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন প্রকল্পের টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান আরা। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন সোস্যাল মোবিলাইজার রুমা আক্তার।