সোনাডাঙ্গাস্থ রিয়াদুল জান্নাহ্ হিফয্ মাদরাসার বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেছেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে দেশপ্রেমিক, সৎ চরিত্রবান নাগরিক প্রয়োজন। আর সেটি অর্জন করা সম্ভব মাদরাসা বা ধর্মীয় শিক্ষার মধ্যদিয়ে। মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি সমাজের সকল প্রকার দুর্নীতি, অনিয়ম দূর করতে হলেও সন্তানদেরকে মাদরাসা শিক্ষায় শিক্ষিত করার আহবান জানান বক্তারা।
আজ বৃহস্পতিবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, তা’লীমুল মিল্লাত রহমাতিয়া ফাযিল(ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা এএফএম নাজমুস সউদ।
মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত¡াবধায়ক মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং মাদরাসার উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক, নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় সম্মানিত অতিথি ছিলেন, সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক ডিজিএম আলহাজ্ব এ এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, জাতীয় শ্রমিক লীগের খুলনা জেলা শাখার আহবায়ক সরদার মিজানুর রহমান মিজান।
প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র নির্বাহী সদস্য ও দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার এইচ এম আলাউদ্দিন এবং বিশেষ আলোচক ছিলেন, এরাবিক বিশুদ্ধ কুরআন শিক্ষা ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ও আত-ত্বাকওয়া জামে মসজিদের খতিব মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাওসারী।
বক্তারা আরও বলেন, নৈতিক অবক্ষয়ের কারণে সমাজে আজ বিভিন্ন প্রকার অনিয়ম, দুর্নীতি দেখা দিয়েছে। এ থেকে সমাজ তথা দেশকে রক্ষা করতে হলে আমাদের সন্তানদেরকে নৈতিক ও ধর্মীয় শিক্ষা দিতে হবে। বিশেষ করে আল কুরআনের শিক্ষার মাধ্যমে সমাজ পরিবর্তন সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও মাদরাসার অভিভাবক মোঃ রফিকুল ইসলাম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, আলহাজ্ব আবুল কালাম, শেখ মোঃ মিরাজ হোসেন, মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা সাব্বির হোসেন, হাফেজ মোঃ জাকির হোসাইন, হাফেজ মোঃ আব্দুল্লাহ শিকদার, হাফেজ মাওলানা মেহেদী হাসান, ইংরেজি শিক্ষক মোঃ গোলাম রব্বানি, গণিত শিক্ষক মোঃ তৈহিদুল ইসলাম, মোঃ মেহেদী হাসান, বিজ্ঞান শিক্ষক মোঃ ইব্রাহিম খলিল, শিক্ষিকা হাফেজা মোছাঃ জেসমিন আক্তার, জেনারেল শিক্ষিকা মোছাঃ লিপি সুলতানাসহ মাদরাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ADDVERTISE HERE 728 x 90 1