নগরীর বিভিন্ন এলাকায় শুক্রবার দিনগত রাতে কম্বল বিতরণ করে জেলা প্রশাসন। মহানগরীর রেল স্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সাত নম্বর ঘাট, বিডব্লিউ ঘাট, ফেরিঘাটসহ শহরে বিভিন্ন অলি-গলিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিতরণ করা হয় এসব কম্বল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমুল হুসেইন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুল করিম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ প্রমুখ।