বাগেরহাটে আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিলেন শেখ তন্ময়
নিজস্ব প্রতিবেদক
2024-01-07
সেখ
ADDVERTISE HERE 728 x 90
বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ তন্ময় ভোট দিয়েছেন। রবিবার (০৭ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত সংসদের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত আলী দারুসহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ভোট প্রদান শেষে শেখ তন্ময় নেতাকর্মী ও উপস্থিত ভোটারদের সাথে কুশল বিনিময় করেন।
শেখ তন্ময় বলেন, সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরেছ। উৎসবমুখর পরিবেশে বাগেরহাটে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আশাকরি আমরা বিজয়ী হব। মানুষ উন্নয়নের পক্ষে শেখ হাসিনার পক্ষে রায় দিবেন।