বৃহস্পতিবার সন্ধ্যায় কেডিএ বিজয় গাথা কমিউনিটি সেন্টারে রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার চতুর্থ অভিষেক জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিসট্রিক্ট গভর্নর মোঃ আসরাফুজ্জামান নান্নু এমডি। বিশেষ অতিথি ছিলেন পিডিজি আবুল ফজল মোঃ আলমগীর, গভর্নর ইলেক্ট হাফিজ ইউ বিপ্লব এমপিএইচএফ। জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার চতুর্থ অভিষেক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রোটারি প্রত্যয় পাঠ করেন পিপি ডাঃ গাজী মিজানুর রহমান একেএস। অতিথিবৃন্দের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আগত অতিথি, রোটারিয়ান ও তাদের স্ত্রীদের পরিচয় করিয়ে দেন ইভেন্ট চেয়ার পিপি মোঃ নুরুল ইসলাম। ২০২২-২৩ রোটারী বর্ষের বার্ষিক প্রতিবেদন পেশ করেন ডাঃ রমেন্দ্র নাথ বিশ্বাস। বক্তব্য রাখেন আইপিপি মোঃ হাদি উজ্জামান বিশ্বাস, নবাগত প্রেসিডেন্ট আসমুন নাহার রীনা, সিপি মোঃ আফসার আলী এমপিএইচএফ, প্রফেসর ডাঃ বঙ্গ কমল বসু, পিপি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু পিএইচএফ, ডাঃ নুসরাত আহমেদ মুন, ডাঃ উম্মে সায়েমা সুন্নি, মোঃ আনোয়ার হোসেন, শিরিনা বেগম, মোঃ নওশাদ হোসেন, ডাঃ বরকত আলী, উমমুর রেদা মোসম্মৎ স্যাধা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, পিপি সৈয়দ মোঃ মকসুদুল ইসলাম মুকুল, এ এফ এম মাহামুদুর রহমান কার্নি, এস এম আতাহার আলী, মির বরকত আলী, মোল্লা মারুফ রশিদ, রুহুল আমিন হাওলাদার, মোঃ আশরাফুল বিশ্বাস, সুদেব চন্দ্র মন্ডল, মোঃ ফেরদৌসুর রহমান পিয়াস প্রমূখ। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে রোটারী ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার সমাজসেবামূলক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা করেন এই ক্লাবটি আগামীতে তাদের কর্মকান্ডের পরিধি আরো বাড়াবেন যাতে করে দেশ ও সমাজ থেকে দারিদ্র্য দূর হয়। অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং ক্লাবের রোটারিয়ানদেরকে ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেয়া হয়। অনুষ্ঠানে ধন্যবাদ প্রদান করেন পিপি ডাঃ গাজী মিজানুর রহমান। অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ব্রিগেডিয়ার জেনারেল কাজী মাশরুর উল্লাহ (অবঃ) সম্পাদনায় প্রকাশিত স্যুভেনিরটি প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয় এবং সমাজে দুস্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল, সেলাইমেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। অভিষেক অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন পিপি ডাঃ গাজী মিজানুর রহমান একেএস এবং রোটারি ক্লাব অব সেভেন্টি ওয়ান খুলনার রোটারিয়ান সহ শিল্পীরা। পরে নৈশভোজ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
ADDVERTISE HERE 728 x 90 1