শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেওয়া প্রয়োজন
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা-১ আসনের নৌকার প্রার্থী সাবেক এমপি ননী গোপাল মন্ডল বলেছেন, শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে, তার হাতকে শক্তিশালী এবং বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীককে পুনরায় ভোট দেওয়া প্রয়োজন। তিনি বিপুল সংখ্যক ভোটারদের ভোটের মাধ্যমে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে একযোগে কাজ করার আহবান জানান । তিনি আরও বলেন, মনোনয়ন বোর্ড নৌকা প্রতীক আমার হাতে তুলে দিয়েছেন, তার মানে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা আমাকে এ আসনে তার পছন্দের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। সুতরাং নৌকার বিজয় মানেই শেখ হাসিনার জয়, আমার বিজয়। তিনি গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় জলমা-চক্রাখালী ফুটবল মাঠে বটিয়াঘাটা উপজেলার প্রথম জনসভায় জনতার উদ্দেশ্যে এসকল কথা বলেন। জলমা ইউনিয়ন আ’লীগের সভাপতি নারায়ন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম খান। বিশেষ অতিথি খুলনা জেলা আ’লীগের সহ-সভাপতি এ্যাড.নিমাই চন্দ্র রায়, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নব কুমার চক্রবর্তী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা আ’লীগের সদস্য নান্টু রায় ও বুলু রায় গাঙ্গুলী, দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ, চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, ভাইস চেয়ারম্যান গৌর পদ বাছাড়,মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, সাবেক মেয়র ড.অচিন্ত্য কুমার মন্ডল ও প্রধান নির্বাচনীয় এজেন্ট এড,জীএম কামরুজ্জামান।
জলমা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান বাবু ও সুজয় মন্ডলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিধান রায়, ইউপি চেয়ারম্যান পল্লব বিশ্বাস, আ’লীগনেতা অসীত বরণ সাহা, রবীন্দ্রনাথ ঢালী, মীর মহম্মদ আলী, গোলাম মোস্তফা মুন্সী, পলাশ রায়, আব্দুল হাদী সরদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু হানিফ, জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ আলম, জেলা সৈনিক লীগের সভাপতি এস এম ফরিদ রানা, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন শিউলী, আ’লীগ নেতা বিবেক বিশ্বাস, চয়ন বিশ্বাস,অনুপ গোলদার, সুবীর মল্লিক, বিপ্লব মল্লিক, অনুপম মন্ডল, গোবিন্দ মল্লিক, ইউপি চেয়ারম্যান যথাক্রমে ওবায়দুল সেখ, আসাবুর রহমান, জিএম মিলন, সাবেক চেয়ারম্যান গোলাম হাসান, সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, যুগ্ম আহবায়ক শেখ মোঃ ওয়াহিদুর রহমান, সঞ্জিত রায়, কার্তিক টিকাদার, তরিকুল ইসলাম, সাবেক ছাত্রলীগনেতা আজিজুর রহমান, পার্থ রায় মিঠু, আরিন্দম গোলদার, মিজানুর রহমান, নিতিশ মল্লিক, পলাশ রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল মোমেনীন রানা, সাধারণ সম্পাদক শেখ ইমন প্রমূখ। ওইদিন নৌকার প্রার্থী ননী গোপাল মন্ডল জলমা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। ###
ADDVERTISE HERE 728 x 90 1