খুলনা নগরীর ময়লাপোতা মোড়ের আহসান উল্লাহ কলেজের সামনে আলোচিত সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানাকে গুলি করে হত্যা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম হাবিবুর রহমান ওরফে সবুজ (৩২)।
মঙ্গলবার সকালে নগরীর ছোট বয়রা ফয়েজ উদ্দিন স্কুলের পিছন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। বিকালে খুলনা মহানগর হাকিম তরিকুল ইসলামের আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার সবুজ ফুলবাড়িগেটের দিঘির পশ্চিমপাড়ের বাসিন্দা হায়দার আলী ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার এস আই সুমন মন্ডল জানান, আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সবুজকে গ্রেপ্তার করা হয়। পরে সে স্বীকার করে হত্যাকান্ডের সময় আহসান উল্লাহ কলেজের বিপরীত পাশে সে উপস্থিত ছিলো। হত্যাকান্ডের ঘাতকরা যাতে সহজে যেতে পারে এবং কোনো সমস্যায় না পরে সেটি তদারকি এবং সহযোগিতার দায়িত্বে ছিল সে।
প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় আহসানউল্লাহ কলেজের সামনে বিহারী রানাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় রানার স্ত্রী হাবিবা রানু বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।