দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনের রেখে বর্ধিত সভা করেছে সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ। বুধবার বাদ মাগরিব ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। বিশেষ অতিথির বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।
সম্মানিত অতিথির বক্তৃতায় সেখ সালাহউদ্দিন জুয়েল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। দেশ আবার অন্ধকারে যুগে ফিরে যাবে। তবে বাংলাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এত নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নে আর কেউ কাজ করবে না। বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে বাড়ি দিয়েছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। আড়াই কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হচ্ছে, যেন দেশবাসী আর কষ্ট না পায়। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা নিশ্চিত করতে আমরা পরিকল্পিতভাবে সবকিছু করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের মানুষের কেউ গৃহহীন ও অতি দরিদ্র থাকবে না। দেশের মানুষ চায় এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং এক্ষেত্রে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে ও তসলিম আহমেদ আশার পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আওয়ামী লীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ কামাল, অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, আলহাজ্ব শেখ মোশাররফ হোসেন, মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাউন্সিলর এস এম গাউসুল আযম, এস এম আকিল উদ্দিন, শেখ আবিদউল্লাহ, হাজী মোতালেব মিয়া, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর মাহমুদা বেগম, নুর জাহান রুমি, কাউন্সিলর রোজী ইসলাম নদী, কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু, মো. কামরুল ইসলাম। এসময়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাবলু, কাউন্সিলর আলী আকবর টিপু, নূর মোহাম্মদ শেখ, কাউন্সিলর শেখ হাসান ইফতেখার চালু, কাউন্সিলর গোলাম মাওলা শানু, কাউন্সিলর জাকির হোসেন বিপ্লব, শেখ নূর ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, চ.ম. মুজিবুর রহমান, মুন্সি আইয়ুব আলী, মীর মো. লিটন, মো. ইউসুফ আলী খান, সরদার আব্দুল হালিম, শেখ রুহুল আমিন, মো. আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, আব্দুল কাউয়ুম গোরা, রফিকুল ইসলাম পিটু, মোক্তার হোসেন, অধ্যা. আদেল মুকুল, কামরুজ্জামান, মো. রুহুল আমীন খান, আলী আকবর মাতুব্বর, মেহজাবিন খান, এ্যাড. শামিম আহমেদ পলাশ, শিপন চৌধুরী, এ্যাড. সোহেল পারভেজ, তোতা মিয়া ব্যাপারী, সোহেল চৌধুরী, রুম্মান আহম্মেদ প্রমুখ।
ADDVERTISE HERE 728 x 90 1