নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায় বিচার ও নির্যাতনের বিরুদ্ধে জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
2024-02-15
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায় বিচার ও নির্যাতনের বিরুদ্ধে জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মানববন্ধন
ADDVERTISE HERE 728 x 90
উদ্যমে উত্তরণে শতকোটি
"জেগে ওঠো মুক্তির লক্ষ্যে" এ আহব্বানকে সামনে রেখে বুধবার খুলনা ২১ শে বই মেলা প্রাঙ্গনে আইআরভি, সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরাম এর যৌথ উদ্যোগে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, ন্যায় বিচার ও নির্যাতনের বিরুদ্ধে জনমনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও বানববন্ধন অনুষ্ঠিত হয়। সংহতি জানিয়ে বক্তব্য দেন সম্মিলিত নারী অধিকার সুরক্ষা ফোরামের সমন্বয়ক এড. তসলিমা খাতুন ছন্দা, সদস্য সচিব সুতপা বেদজ্ঞ,সম্প্রীতি ফোরামের সভাপতি ও নারী নেত্রী সিলভী হারুন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অজন্তা দাশ, লেখিকা সংঘের আলমাস আরা, আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথি, নাইস ফাউন্ডেশনের প্রতিনিধি রাবেয়া সুলতানা, নিজেরা করি এর প্রতিনিধি নাসিমা আক্তার, নারী নেত্রী নুরুন্নাহার হীরা, এম এ রাজ্জাক, ধনঞ্জয় সাহা, সুজানা জলি প্রমুখ।